৯১৫ ত্রাণবাহী ট্রাক ঢুকল গাজায়

যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে ৯১৫টি মানবিক ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। গতকাল সোমবার (২০ জানুয়ারি) জাতিসংঘের মানবিক কার্যালয় (ওসিএইচএ) এ তথ্য জানিয়েছে।  

তারা জানায়, গাজায় জীবিতদের সহায়তার অংশ হিসেবে উপত্যকাটিতে মানবিক ত্রাণ পৌঁছানো অব্যাহত রয়েছে। 

উল্লেখ্য, গাজায় সংঘাত শুরুর পর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে ত্রাণ প্রবেশ ও বিতরণে বাধা সৃষ্টির জন্য নিন্দা জানিয়ে আসছে জাতিসংঘ। 

আরব নিউজ বলছে, রবিবার (১৯ জানুয়ারি) গাজায় যেদিন যুদ্ধবিরতি কার্যকর হয় সেদিন ৬৩০টি ট্রাক প্রবেশ করেছিল। 

প্রসঙ্গত, দীর্ঘ ১৫ মাসের আগ্রাসনের পর রবিবার বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায়। যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করেছে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি চুক্তিতে গাজায় প্রতিদিন ৬০০ ট্রাক ত্রাণ প্রবেশের কথা বলা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh