আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ০৭:৫১ পিএম
আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫, ০৭:৫৩ পিএম
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ০৭:৫১ পিএম
আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫, ০৭:৫৩ পিএম
সৌদি আরবের জিজান প্রদেশে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ প্রবাসী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ৯ জন ভারতীয় এবং বাকিরা অন্য দেশের।
আজ বুধবার (২৯ জানুয়ারি) আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সৌদি আরবের জিজানের কাছে সড়ক দুর্ঘটনায় ৯ ভারতীয় নাগরিক-সহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জেদ্দায় নিয়োজিত ভারতীয় কনস্যুলেট দুর্ঘটনায় ভারতীয় নাগরিকদের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।
কনস্যুলেটের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আমরা সৌদি আরবের পশ্চিমাঞ্চলের জিজানের কাছে সড়ক দুর্ঘটনায় ৯ ভারতীয় নাগরিকের মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করছি। ভুক্তভোগী পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাই।’’
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জিজানের একটি এলাকায় কাজের জন্য যাওয়ার সময় শ্রমিকদের বহনকারী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়েছে। বাসটিতে বিভিন্ন দেশের ২৬ জন প্রবাসী শ্রমিক ছিলেন।
এই দুর্ঘটনায় ৯ ভারতীয় ছাড়াও নেপাল ও ঘানার আরও ছয় শ্রমিক নিহত হয়েছেন বলে জানিয়েছে গালফ নিউজ। এছাড়া দুর্ঘটনায় আহত আরও কয়েকজন যাত্রীকে উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সৌদিতে দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। এক্সে দেওয়া পোস্টে তিনি বলেছেন, আমি ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য জেদ্দায় ভারতীয় কনসাল জেনারেলের সঙ্গে কথা বলেছি।
সৌদি কর্তৃপক্ষ এই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh