Logo
×

Follow Us

শিক্ষা

প্রতিবন্ধীদের শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৩৯

প্রতিবন্ধীদের শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবি

ছবি: সংগৃহীত

সারাদেশে প্রতিবন্ধীদের শিক্ষাপ্রতিষ্ঠান এমপিভুক্তির দাবি জানিয়ে মানববন্ধন করা হয়েছে।

আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে এ দাবি জানানো হয়। 

মানববন্ধনে শিক্ষক সমিতির আহ্বায়ক মো. আরিফুর রহমান জানান, এই বিষয়ে জাতীয় সংসদের স্পিকার বরাবর স্মারকলিপি দেয়া হবে।

সরকারে কাছে প্রতিবন্ধীদের জন‌্য প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলোকে স্বীকৃতি জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদেরও মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে। 

তাদের পিছিয়ে পড়া থেকে রক্ষা করতে সরকারসহ সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ারও আহ্বান জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫