Logo
×

Follow Us

সংগীত

মহীনের শেষ ঘোড়াটাও হারিয়ে গেলো দূর অজানায়

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৩, ১৬:২৯

মহীনের শেষ ঘোড়াটাও হারিয়ে গেলো দূর অজানায়

‘মহীনের ঘোড়াগুলি’র শেষ সদস্য বাপি’দা ওরফে তাপস দাস। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের কিংবদন্তি বাংলা ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’র শেষ সদস্য বাপি’দা ওরফে তাপস দাস আর নেই। দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন তিনি।

আজ রবিবার (২৫ জুন) বেলা ১১টার তিনি মারা যান। সোশ্যাল মিডিয়ায় তাপস দাসের ছবি পোস্ট করে এই শোক সংবাদ জানিয়েছেন ভারতের জাতীয় পুরস্কারজয়ী সঙ্গীতশিল্পী রূপম ইসলাম।

হিন্দুস্তান টাইমস বাংলার প্রদিবেদন অনুযায়ী, ক্যানসারের তৃতীয় স্টেজে ছিলেন তাপস দাস। টাকার অভাবে ঠিকঠাক চিকিৎসাও করাতে পারছিলেন না। শিল্পীর আকাশছোঁয়া চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছিল পরিবারকে। এমন সময় তার পাশে এসে দাঁড়ান দুই বাংলার শিল্পীরা। ফসিলস্ ব্যান্ডের রূপম ইসলাম থেকে শুরু করে ক্যাকটাসের সিধু, লক্ষ্মীছাড়ার গৌরব চট্টোপাধ্যায়-কমবেশি ব্যান্ড জগতের সকলেই তহবিল সংগ্রহে নেমে পড়েন। প্রিয় তারকার চিকিৎসার জন্য টাকা জোগাতে এগিয়ে এসেছিল ভক্তরাও। গত ১৮ ফেব্রুয়ারি প্রেসিডেন্সির ক্যাম্পাসে আয়োজিত হয় ফান্ড রেইজ কনসার্ট। কিন্তু, এতে সায় ছিল না বাপির। রাজ্য সরকার সাহায্য করলে তিনি মানা করবেন না বলে জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই খবর যেতেই তিনি সরকারি খরচে চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করেন।

বাংলা গানের জগতে একসময় বিপ্লব ঘটিয়েছিল ‘মহীনের ঘোড়াগুলি’। দিনগত স্বপ্ন নিয়ে ১৯৭৫ সালের দিকে হাতে গিটার নিয়ে আত্মপ্রকাশ করেছিল ‘মহীনের ঘোড়ারা’। তৈরি হয় বাংলার প্রথম রক ব্যান্ড ‘মহীনের ঘোড়গুলি’। এরপর একের পর এক মাইলস্টোন তৈরি। পৃথিবীটা নাকি, আমার প্রিয় ক্যাফে, তোমায় দিলাম, মানুষ চেনা দায়, তাকে তাড়াই যত দূরে, ভালোবাসি, ঘরে ফেরার গানের মতো বহু কালজয়ী গান। 

৪৭ বছর পেরিয়ে আজও এই ব্যান্ডের গানগুলোর জনপ্রিয়তা এতটা হারায়নি। বিন্দুমাত্র কমেনি সেই ব্যান্ডের জনপ্রিয়তা। এরমধ্যেই এক এক করে বিদায় নিয়েছেন দলের সদস্যরা। রয়ে গিয়েছিলেন শুধু তাপস দাস, ওরফে সঙ্গীত জগতের প্রিয় বাপিদা। রবিবার বিদায় নিলেন তিনিও।

সংগীতশিল্পী রূপম ইসলাম তার সোশ্যাল মিডিয়ার পোস্টে লিখেছেন, ‘সচল হয়েই থেকে গেল গানজীবনের অনন্ত পথ চলা… থেমে গেল বললে ভুল হবে, মারাত্মক ভুল…বাপিদা সশরীরে তুমি আর নেই। কিন্তু সর্বত্র এভাবেই তুমি থাকবে। লাল সেলাম। বিপ্লব দীর্ঘজীবী হোক।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫