Logo
×

Follow Us

সংগীত

ক্যানসার আক্রান্ত এন্ড্রু কিশোরের কেমোথেরাপি শুরু

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০৯

ক্যানসার আক্রান্ত এন্ড্রু কিশোরের কেমোথেরাপি শুরু

সিঙ্গাপুরের হাসপাতালে এন্ড্রু কিশোরকে দেখতে যান চিত্রনায়ক ওমর সানি। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর ক্যানসারে আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তাঁর ক্যানসারের চিকিৎসা শুরু হয়েছে। চিকিৎসার প্রথম ধাপে তাঁকে কেমোথেরাপি দেওয়া হচ্ছে।

গত ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চেকআপের জন্য যান এন্ড্রু কিশোর। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ও কণ্ঠশিল্পী জাহাঙ্গীর সাঈদ। ক্যানসার প্রতিরোধের জন্য এন্ড্রু কিশোরকে ১৮টি কেমোথেরাপি দেওয়া হবে। চিকিৎসক জানিয়েছেন, সপ্তাহে একটি করে কেমো দিতে হবে। এর মধ্যে প্রথমটি দেওয়া হয়েছে। বাকি আছে আরো ১৭টি।

চিকিৎসকদের বরাত দিয়ে জাহাঙ্গীর সাঈদ জানান, এন্ড্রু কিশোরের কিডনি ও হরমোনজনিত সমস্যা ছিল। এ কারণে তাঁর ওজন হ্রাসসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। এড্রেনাল গ্লান্ড বড় হয়ে গেছে। পাশাপাশি তাঁর আরেকটি সমস্যা হলো জ্বর। প্রতিদিন তাঁর জ্বর আসছে। এসব নিয়ে চিকিৎসকেরা চিন্তিত ছিলেন। কেন এভাবে জ্বর আসছে, তার সমাধান খুঁজছেন চিকিৎসকরা। এছাড়া তাঁর শরীরের কিছু নমুনা বায়োপসির জন্য পাঠানো হয় ল্যাবে। সে রিপোর্টের ভিত্তিতে চিকিৎসকেরা নিশ্চিত হয়েছেন এন্ড্রু কিশোর ক্যানসারের ভুগছেন।

এদিকে অসুস্থ এন্ড্রু কিশোরকে দেখতে গিয়েছিলেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি। তিনি মূলত সিঙ্গাপুরে ভ্রমণ করতে গিয়েছিলেন। ওমর সানি বলেন, ‘সিঙ্গাপুরে আসলাম। আর দাদাকে দেখে না গেলে কেমন হয়। উনি অনেক কথা বললেন পরে বলব। ওনার কেমো শুরু হয়েছে। ১৮ টি কেমো দিতে আরো তিন মাস থাকতে হবে। সবাই ওনার জন্য দোয়া করবেন।’

এর আগে গত ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে এন্ড্রু কিশোরকে আমন্ত্রণ জানিয়েছিলেন। ওই সময় তিনি এন্ড্রু কিশোরের শারীরিক সমস্যার খোঁজ নেন এবং তাকে ১০ লাখ টাকার চেক দেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫