
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেয়ার পর মার্চেই দেশে ফেরার কথা ছিলো প্লেব্যাকের সম্রাট এন্ড্রু কিশোরের। কিন্তু করোনাভাইরাসের কারণে দেশে ফেরা হচ্ছে না তার।
এন্ড্রু কিশোরের পারিবারিক সূত্রে জানা যায়, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের লিম সুন থাইয়ের অধীনে এখনো এন্ড্রু কিশোরের চিকিৎসা চলছে। বর্তমান পরিস্থিতিতে এন্ড্রু কিশোরকে দেশে ফিরতে নিষেধ করেছেন তার চিকিৎসক।
করোনাভাইরাসের প্রকোপ কমলেই দেশে ফিরবেন। ক্যান্সারের চিকিৎসা ছাড়াও আরো কিছু কিছু রোগের চিকিৎসা করাচ্ছেন তিনি।
অসুস্থ অবস্থায় গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। এখনো চিকিৎসা চলছে তার।
জীবনের গল্প আছে বাকি অল্প, হায়রে মানুষ রঙের ফানুস, ডাক দিয়াছেন দয়াল আমারে, আমার সারা দেহ খেয়ো গো মাটি, আমার বুকের মধ্যে খানে, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা, সবাই তো ভালোবাসা চায় এরকম অসংখ্য গানে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর। সম্মানস্বরুপ নয়বার জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।