Logo
×

Follow Us

সংগীত

এবার গানচিত্রে সজল-কনা

Icon

বিনোদন রিপোর্টার

প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ১৪:২৮

এবার গানচিত্রে সজল-কনা

সজল ও কনা।

জনপ্রিয় অভিনেতা সজলের সঙ্গে কয়েকটি নাটকে অভিনয় করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা। নাটকের পর এবার তারা জুটি বাঁধলেন একটি গানচিত্রে। সম্পতি কনার প্রকাশিত ‘তোমাকে ভেবে’ শিরোনামের গানের মিউজিক ভিডিওতে তাদের দেখা গেছে।

রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশ হয়েছে। গানটি লিখেছেন জামাল হোসেন। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন পুনম মিত্র। একইসঙ্গে কনার সাথে তিনি দ্বৈত কন্ঠও দিয়েছেন। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা।

গানটি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন কনা। তিনি বলেন,  ২০১২ সালের পর ফের মিউজিক ভিডিওতে অভিনয় করেছি। গানটি শোনার পর থেকেই আমার বেশ ভালো লাগে। এটি একটি স্যাড গান। স্যাড গানে অভিনয়টা জরুরী। এরপর যখন মিউজিক ভিডিও করার সিদ্ধান্ত হয় তখন ভাবলাম এমন একজনকে নিতে হবে যে ভালো কিছু দিতে পারবে। সেখান থেকে আমি সজল ভাইকে প্রস্তাব দিই। এর আগে সজল ভাইয়ের সঙ্গে আমি কয়েকটি নাটকে অভিনয় করেছি। সেখান থেকে তার সঙ্গে আমার বোঝাপড়াও ভালো বলতে পারি। নাটকের পর এবার মিউজিক ভিডিওতে আমাদের দেখা যাবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫