
রানু মন্ডল। ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশনে গান গেয়ে অর্থ উপার্জন করতেন রানু মন্ডল। সম্প্রতি তাঁর গানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নেটিজেনদের কাছ থেকে অনেক প্রশংসা কুঁড়ান। তারপর তারকাখ্যাতি লাভ করেন হিমেশ রেশমিয়ার সঙ্গে ‘তেরি মেরি’ গান করে। এবার সেই রানু মন্ডলের জীবন নিয়ে নির্মিত হবে সিনেমা। এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে বলিউড পাড়ায়।
সিনেমাটি নির্মাণ করবেন হৃষীকেশ মণ্ডল। রানা ঘাটের বাসিন্দা রানুর জীবনযুদ্ধ উঠে আসবে সিনেমায়। তবে এই সিনেমা নির্মাণের পরিকল্পনা করেন ক্যাকটাসের গায়ক সিদ্ধার্থ রায় ওরফে সিধু। সিনেমায় সঙ্গীত পরিচালকও থাকছেন তিনি।
হৃষীকেশ মণ্ডল গণমাধ্যমকে জানান, এই সিনেমায় একাধিক গান গাইবেন রানু। সিনেমাটি নিয়ে নানা পরিকল্পনা করছেন নির্মাতা। রানুকে মানুষের সঙ্গে পরিচয় করে দেওয়ার পেছনে বড় ভূমিকা পালন করেছেন অতীন্দ্র চক্রবর্তী। এই সিনেমার বিষয় নিয়ে তার সঙ্গে আলাপ করেছেন সিদ্ধার্থ রায় সিধু ও ছবির নির্মাতা।
জানা গেছে, সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বর মাসেই শুরু হয়ে যাবে সিনেমার শুটিং।