Logo
×

Follow Us

সংগীত

রাজনীতিতে বিশ্বাসী না: দিলশাদ নাহার কনা

Icon

এন ইসলাম

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ২০:০৮

রাজনীতিতে বিশ্বাসী না: দিলশাদ নাহার কনা

দিলশাদ নাহার কনা। ছবি: সংগৃহীত

জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। শাকিব খানের ‘তুফান’ সিনেমার ‘দুষ্টু কোকিল ডাকে রে কু কু কু’ শিরোনামের একটি গান দিয়ে দারুণ বাজিমাত করেছেন তিনি। গানটি প্রকাশের অল্প সময়েই চারিদিকে তা ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় এ গানে টিকটক-রিলস ভরপুর। আকাশ সেনের কথা ও সুরের এ গানটি নিয়ে শিল্পী নিজেও উচ্ছ্বাস প্রকাশ করেন। 

তার ভাষ্য, ‘অন্যান্য গানের মতো এই গানটির প্রস্তাব আসে আমার কাছে। কিন্তু এ রকম রেকর্ড হয়ে যাবে বুঝিনি। অবশ্য প্রকাশের আগে হল থেকেই গানটি ছড়িয়ে গেছে। এ জন্য আরও বেশি ভালো লাগছে। আমাকে একজন হিসাব দিয়েছে, ট্রেলারে গানটির যে ১০ সেকেন্ড আছে, ওটা থেকেই কয়েক মিলিয়ন রিলস হয়েছে।’

দীর্ঘদিন পর শাকিব খানের সিনেমায় গান করার সুযোগ পেয়েছেন ‘ভাইরাল বেবি’খ্যাত এ গায়িকা। এর আগে কিং খানের ‘বসগিরি’ সিনেমাতে গান করেন তিনি। এরপর গান না করার পিছনে অনেকে বলেন কনা পলিটিকসের শিকার হয়েছেন। কিন্তু এ নিয়ে তার মন্তব্য, তিনি রাজনীতিতে বিশ্বাসী নন। 

তিনি আরও বলেন, ‘আমি রাজনীতিতে বিশ্বাস করি না। আমি সব সময় আমার গতিতে চলি। শাকিবের সিনেমার বাইরেও আমি নিয়মিত গান করেছি। এ ছাড়া চলার পথে পলিটিকস যদি আসেও, আমি সেটা নিয়ে কথা বলতে চাই না। আমি মনে করি, যে গানে আমাকে প্রয়োজন মনে হয়েছে, সেখানে নিয়েছে।’ 

আজকাল কোনো একটি গান শ্রোতাদের মুখে মুখে ছড়িয়ে পড়াকে ভাইরাল বলা হচ্ছে। এটিকে কনা কিভাবে দেখছেন? 

তিনি বলেন, ‘আমি ভাইরাল যুগের শিল্পী না। সোশ্যাল মিডয়ায় গান ভাইরাল হওয়ার আগেও আমার অনেক গান শ্রোতাদের মুখে মুখে ছড়িয়ে পড়ে। আমি ক্যাসেটের যুগের শিল্পী। নিজের মৌলিক গান দিয়েই শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছি। এখন যেহেতু সিডি-ক্যাসেট নেই তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই সহজে শ্রোতাদের কাছে পৌঁছায়। কিন্তু যদি ভালো কথা ও সুর না হয় সে গান আবার শ্রোতাদের কাছ থেকে অল্প সময়ে হারিয়েও যায়।’ 

এদিকে কনা এখনো ঈদের ছুটিতে আছেন বলে জানান। খুব শিগগির ঈদের ছুটি কাটিয়ে স্টেজে ফিরবেন তিনি। একই সঙ্গে জানান, শ্রোতাদের জন্য নতুন গানের কাজও তিনি করছেন। অল্প সময়ে এটির মিউজিক ভিডিও প্রকাশ করার পরিকল্পনা করছেন গায়িকা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫