
যুক্তরাষ্ট্রের পপ গায়িকা ম্যাডোনা তার শরীরে করোনাভাইরাসের অ্যান্টিবডি পাওয়া গেছে বলে দাবি করেছেন।
তার অ্যান্টিবডি পরীক্ষার ফলাফল ইতিবাচক এসেছে বলে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন তিনি।
ইনস্টাগ্রামে ‘কোয়ারেন্টাইন ডায়েরি’ নামের একটি অ্যালবামে নিজের সর্বশেষ ভিডিও ‘ম্যাডাম এক্স’ শেয়ার করে ৬১ বছর বয়সী এ তারকা বলেন, আমি একটি পরীক্ষা করিয়েছি। সেখানে আমি জানতে পেরেছি যে আমার শরীরে অ্যান্টিবডি রয়েছে।
তিনি বলেন, সুতরাং আগামীকাল আমি গাড়ি নিয়ে লং ড্রাইভে যাচ্ছি... জানালাটি খুলব ও কভিড-১৯ এর বাতাসেই নিশ্বাস নেবো।
করোনা থেকে সুরক্ষিত থাকার জন্য বহু দিন ধরেই সেল্ফ কোয়ারেন্টিনে আছেন এই গায়িকা।
তবে বিশেষজ্ঞদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, অ্যান্টিবডি পরীক্ষার ফলাফল ইতিবাচক আসার একমাত্র অর্থ হল ম্যাডোনা করোনায় আক্রান্ত ছিলেন। কিন্তু অ্যান্টিবডি তৈরি হলেই যে তিনি আবারো কভিড-১৯ এ আক্রান্ত হবেন না এমন কোনো তথ্য প্রমাণ এখন পর্যন্ত কোনো গবেষণায় প্রমাণিত হয়নি। -ইউএনবি