Logo
×

Follow Us

সংগীত

মিলনের নতুন গানে প্রশংসা

Icon

বিনোদন রিপোর্টার

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ১৩:২৭

মিলনের নতুন গানে প্রশংসা

মোহাম্মদ মিলন। ছবি:সংগৃহীত

চলতি সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলন। সম্প্রতি প্রকাশ হয়েছে তার নতুন একটি গান। শিরোনামকলি যুগে পুরুষের প্রেমের মুল্য নাই


সোহেল খানের কথা সুরে গানটির সংগীতপরিচালনা করেছেন রোহান রাজ। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সালমান আহমেদ সোহাগ। এতে মডেল হয়েছেন সহেল শুভ আরশী।

এসএলকে ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়েছে। এরইমধ্যে গানটি শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। একই সঙ্গে প্রশংসাও পাচ্ছেন বলে জানান শিল্পী মিলন। ছয় দিনে গানটির ভিউ ১১ লাখেরও বেশি হয়েছে। মিলন বলেন, ‘অল্প সময়ে গানটির জন্য এত সাড়া পেয়ে বেশ ভালো লাগছে।


সময়ে কখন কোন গান শ্রোতাদেও ভালো লাগবে সেটি বলা কঠিন। তবু আমি চেষ্টা করি বিভিন্ন ধরনের কথা সুরের  গান দিয়ে শ্রোতাদের কাছে থাকতে। সোহেল খান গানটির কথা সুরও চমৎকার করেছেন। সে কারনেই হয়তো শ্রোতারাও সহজেই গানটি গ্রহন করেছেন

সোহেল খান বলেন, ‘আমি শ্রোতাদের বিষয়টি মাথায় রেখেই সব সময় কথা সুর করার চেষ্টা করি। এটিতেও তার ব্যতিক্রম হয়নি। আগামীতে আরও নতুন কিছু গান নিয়ে আসবো।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫