
প্রিয়াঙ্কা গোপ। ছবি:সংগৃহীত
সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ
উৎসবকে রাঙিয়ে তোলে শিল্পীদের কণ্ঠে নতুন নতুন গান। দুর্গাপূজা উপলক্ষে কয়েকজন শিল্পী নতুন গান প্রকাশ
করেছেন। গানগুলো হলো-
ওগো শারদা: প্রিয়াংকা গোপের কণ্ঠে প্রকাশ হলো ‘ওগো শারদা’ শিরোনামের নতুন গান। জামাল হোসেনের কথায় এটির সুর-সংগীত করেছেন পুনম মিত্র। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা। রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে।
গীতিকার জামাল হোসেন বলেন, আমি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। ছোটবেলা থেকেই সনাতন ধর্মাবলম্বীর উৎসব দেখে আসছি। আমি চাই উৎসব হোক সবার। এখন আমাদের বর্তমান পরিস্থিতিতে অনেকে দেশটাকে ভিন্ন দিকে প্রবাহিত করতে চায়। এ গানে আমি ভ্রাতৃত্ব ও সম্প্রীতিকে তুলে ধরেছি। যেন সবার মধ্যে সে সম্পর্কটা আরও মজবুত হয়।
প্রিয়াংকা গোপ বলেন, সুন্দর কথামালার গান। যে কারও মন ছুঁয়ে যাবে। গানে আমাদের জন্য বেশ কিছু বার্তা আছে। আশা করি গানটি সবার ভালো লাগবে।
তোমার জন্য রোদ্দুর: সমরজিৎ রায় ও শুভমিতার কণ্ঠে প্রকাশ হয়েছে ‘তোমার
জন্য রোদ্দুর’ শিরোনামে
দ্বৈত গান। এটির কথা লিখেছেন সঞ্জয় রায় এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন সমরজিৎ নিজেই।
সমরজিৎ রায় বলেন, ‘শুভমিতা দিদি আমার পছন্দের একজন শিল্পী। গানটি সুর করে যখন দিদিকে পাঠাই, উনি খুব পছন্দ করেন এবং আমার সঙ্গে গাওয়ার সম্মতি জানান। এটি আমার জন্য পরম সৌভাগ্যের। আরও ভালো লাগার বিষয় হলো, আমার পরিচালিত ‘সুরছায়ার’ শিক্ষার্থী শান্তা, চন্দ্রিমা, ঐশী, শ্রাবণী, ঋতু, শ্রাবন্তী ও প্রমা এই প্রথম আমার কোনো গানে কোরাসে কণ্ঠ দিয়েছে। তাদের কণ্ঠ গানটির প্রতি সবার মুগ্ধতা বাড়াবে। সর্বোপরি এই গান সবার পছন্দ হবে, এটুকু বলতে পারি।’
মা এলো: পিজিত মহাজনের কণ্ঠে প্রকাশ হলো পূজার গান ‘মা এলো’। গানের কথা লিখেছেন পরীক্ষিত বালা ও পিজিত। সুর করেছেন পরীক্ষিত বালা ও সংগীতায়োজন করেছেন শুভ এবং আয়নান। পিজিতের গানে একটি বিশেষ বার্তা থাকে। গত বছর ছিল সামাজিক বৈষম্য দূর করার বার্তা। এবারের গানে উঠে এসেছে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা। গানটি প্রকাশ হয়েছে পিজিত মহাজনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। এতে মডেল হয়েছেন মৌসুমী মৌ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শেখ সাদী।
দুর্গা মায়ের জয়: দুর্গাপূজা উপলক্ষে শ্রাবণী সায়ন্তনীর কণ্ঠে প্রকাশ হয়েছে ‘দুর্গা মায়ের জয়’ শিরোনামের গানটি। এ গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন অমরেশ দে। সৌমিক মন্ডলের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সুমন্ত্র চৌধুরী।