Logo
×

Follow Us

সংগীত

‘বাজে স্বভাব’ গায়কের সঙ্গে ন্যান্সি

Icon

বিনোদন রিপোর্টার

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ১২:৫৯

‘বাজে স্বভাব’ গায়কের সঙ্গে ন্যান্সি

ন্যান্সি ও রেহান রাসুল। ছবি: ফেসবুক থকে

কয়েক বছর আগে ‘বাজে স্বভাব’ শিরোনামের গানটি দিয়ে দারুণ সাড়া ফেলেন সংগীতশিল্পী রেহান রাসুল। এ গানের পর তাকে আর পেছনে ফিরে তাকতে হয়নি। তার সর্বশেষ আলোচিত গান ‘আসবে আমার দিন’। শাকিব খানের ‘তুফান’ সিনেমায় গানটি বেশ প্রশংসা কুড়ায়।

এ গান প্রকাশের পর মাঝের তিন মাসের বেশি সময় নতুন কোনো গানে কণ্ঠ দিতে দেখা যায়নি রেহানকে। অবশেষে নতুন গানে ফিরলেন বলে জানান তিনি।

শুক্রবার রাতে জনপ্রিয় শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির সঙ্গে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এ গানের মধ্য দিয়ে শ্রোতারা প্রথমবারের মতো তাদের এক গানে পাবে। গানের শিরোনাম ‘খুঁজিনি কারো মন’। দেবাশিষ ঘোষের কথা ও সুরে গানটির সংগীত পরিচালনা করেছেন শারিয়ার রাফাত। কানামাছি ড্রামা থেকে গানটি প্রকাশ হবে।

রেহান রাসুল বলেন, ‘ন্যান্সি আপা, আমার ভীষণ পছন্দের একজন শিল্পী। তার অনেক গান নিয়মিত শ্রোতাদের মুখে মুখে শোনা যায়। তার সঙ্গে গানটি করতে পেরে আমার খুব ভালো লাগছে। আনন্দও হচ্ছে বলতে পারি। আমি আশা করি, আমাদের প্রথম গান শ্রোতাদের ভালো লাগবে। গানটির কথা ‍ও সুরের মধ্যে মাদকতা আছে।’

তিনি আরও বলেন, ‘রাফাত ভাই তার আয়োজনের মধ্য দিয়ে গানটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছেন । বাকিটা শ্রোতাদের ওপর নির্ভর করছে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫