
তাহসান খান। ছবি: সংগৃহীত
জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। গানের পাশাপাশি
অভিনেতা হিসেবেও তিনি প্রশংসা কুড়িয়েছেন। দুই যুগের বেশী সময় ধরে গান করছেন তিনি। অনেক
গানই তার জনপ্রিয়তা পেয়েছে। তবে এ অভিনেতার কোনো গান পাওয়া যায়নি শাকিব খানের সিনেমাতে।
এবার কিং খানের সিনেমাতে গান করার ইচ্ছে প্রকাশ করেন তিনি। ১৯৯৯ সালে শাকিব ও তাহসানের ক্যারিয়ারের একই বছর শুরু হয়।
শাকিব খান ও তাহসান
সম্প্রতি শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক হারল্যানের
শুভেচ্ছাদূত হিসেবে চুক্তি করেন তাহসান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শাকিব খান পাশেই
ছিলেন তাহসানের। সে সময় তাহসান বলেন, আমাদের মেগাস্টারের কোনো ফিল্মে গান গাইতে পারিনি,
এটা তো আমার ব্যর্থতা। তবে শাকিব ভাইয়ের নেক্সট যে কোনো ফিল্মে আমি একটি সুপারহিট গান
উপহার দিতে চাই।’
তাহসানকে নিয়ে শাকিব বলেন, ‘অবশ্যই তাহসান ভাইয়ের সঙ্গে আগামীতে
কাজ হবে। তিনি অনেক গুণী মানুষ। তার সঙ্গে আগামীর পথচলা নিশ্চয়ই মসৃণ হবে।’
এদিকে নিজের গান নিয়ে তাহসান জানান, প্রতিমাসে তার একটি করে
নতুন গান আসবে। এ গানগুলো তার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।