Logo
×

Follow Us

সংগীত

সাব্বিরের সুরে প্রমির গান

Icon

বিনোদন রিপোর্টার

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ১৫:৫৪

সাব্বিরের সুরে প্রমির গান

সাব্বির ও তামান্না প্রমি। ছবি: শিল্পীর সৌজন্যে

ক্লোজআপ তারকা সাব্বির জামান। নিজের গানের পাশাপাশি বর্তমানে অন্য শিল্পীদের জন্যও সুর ও সংগীত পরিচালনা করছেন। সম্প্রতি তার সুর ও সংগীতে প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী তামান্না প্রমির ‘খুব আদরে’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও। এটি লিখেছেন এন আই বুলবুল।

মিউজিক আলফার ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশ হয়েছে। এটি নির্মাণ করেছেন শান। ভিডিওতে প্রমির সঙ্গে আছেন সাব্বির জামান। এরইমধ্যে অনেকে গানটির জন্য বেশ প্রশংসা করেছেন বলে জানান সাব্বির ও প্রমি।

সাব্বির ও প্রমি

সাব্বির বলেন, আমি বেশ কয়েক বছর নিজের জন্য সুর ও সংগীত করছি। এরমধ্যে অন্য শিল্পীদের জন্যও সময় পেলে গান করি। তবে প্রমির এ  বিষয়টি একটু ভিন্ন বলতে পারি। এটি আমাদের মিউজিক আলফার সবার সমন্বয়ের একটি গান। শান শায়েকসহ বসে গানটার সুর করেছি। প্রমি যে ধরনের গান করে সেটার বাইরে নতুন কিছু দেবার জন্যই গানটার এমন কম্পোজ করেছি। মিউজিক ভিডিওতেও তাকে ভিন্ন ভাবে উপস্থাপন করা হয়েছে।’

তামান্না প্রমি বলেন, ‘সাব্বির ভাইয়ের কারণেই এত সুন্দর একটা গান করার সুযোগ পেয়েছি। গানটির কথার সঙ্গে দারুণ সুর করেছেন তিনি। এরমধ্যে অনেকে গানটির জন্য প্রশংসা করেছেন। শান ভাই গানটির ভিডিওতে অনেক সময় দিয়েছেন। আমি আশা করছি শ্রোতাদের গানটি ভালো লাগবে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫