
ভেন্যু বরাদ্দ বাতিল হওয়ায় অনিশ্চয়তায় আন্তর্জাতিক ফোকফেস্ট।
পাঁচ বছর পর ২০২৫ সালের ২৩ জানুয়ারি থেকে আর্মি
স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো এই লোকসংগীত উৎসব। কিন্তু এই আয়োজনটির জন্য ভেন্যু
বরাদ্দ দিয়েও তা ‘বাতিল করেছে’ আর্মি স্টেডিয়াম কর্তৃপক্ষ। তাই আবারও অনিশ্চয়তার মুখে
পড়ে গেল লোকসংগীতের অনুরাগীদের প্রিয় এ আয়োজন ।
এদিকে ভেন্যু বাতিল হওয়ায় লোকসংগীতের এই আসর কবে হতে পারে
সে বিষয়ে এখনই কোনো দিনক্ষণ নির্ধারণ করতে পারছে না বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান
সান কমিউনিকেশনস। শেষবার ২০১৮ সালে এ আয়োজনটি হয়েছিলো।
বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী গণমাধ্যমকে
বলেন, এ নিয়ে এখন কোনো মন্তব্য করবো না। এই আয়োজন আমরাই স্থগিত করেছি। নতুন তারিখ নির্ধারণ
হলে জানিয়ে দেওয়া হবে।
লোকগানের সুর-সুধা বিশ্ব দরবারে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে
সান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৫ সাল থেকে প্রতিবছর এশিয়ার সবচেয়ে বড় লোকসংগীতের অনুষ্ঠান
‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’ - এর উদ্যোগ নেয়। তবে ২০১৯ সালে উৎসবের পঞ্চম আসরের
পর এটি আর অনুষ্ঠিত হয়নি।
উল্লেখ্য, আর্মি স্টেডিয়ামে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ
ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার উদ্দেশ্যে ইকোস অব রেভ্যুলেশন শিরোনামে কনসার্ট
অনুষ্ঠিত হতে যাচ্ছে ২১ ডিসেম্বর। সেখানে গাইবেন পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ
আলী খান।