Logo
×

Follow Us

বিনোদন

ফাহমিদা নবী ও আব্দুলের ‘মেঘলা আকাশ’

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৬:৪৪

ফাহমিদা নবী ও আব্দুলের ‘মেঘলা আকাশ’

আব্দুল ও ফাহমিদা নবী

নতুন গান নিয়ে আসছেন কণ্ঠশিল্পী আব্দুল। তবে এবার একক নয়, জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবীর সঙ্গে একটি দ্বৈত গান প্রকাশ করছেন তিনি। গানটির শিরোনাম ‘মেঘলা আকাশ’। এটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আব্দুল এবং কথা লিখেছেন যৌথভাবে সুহানা ইসলাম ও আব্দুল।

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে গানটি আব্দুলের নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে বলে জানান তিনি।

গানটি প্রসঙ্গে আব্দুল বলেন, ‘‘ফাহমিদা নবীর সঙ্গে দ্বৈত গান করা যে কোনো শিল্পীর কাছে আনন্দের বলতে পারি। তিনি শুধু একজন তারকা নন, একজন পুরোদস্তুর শিল্পী। এই গানটা আমি তার কণ্ঠ ভেবেই সুর করেছি। সুর ও কথা যখন তিনি পছন্দ করেছেন, গাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, আমি আসলে চ্যালেঞ্জের মুখে পড়ে গেছি। আমি চেষ্টা করেছি তার সঙ্গে ভালো গাওয়ার জন্য।’’

ফাহমিদা নবী বলেন, ‘‘মিষ্টি অনুভূতির গান যেমন হওয়া দরকার, গানটা তেমনই। শুনতে সহজ লাগলেও গাইবার জন‍্য বেশ ইমোশন ডেলিভারি দিতে হয়েছে। তরুণ প্রজন্মের যেমন ভালো লাগবে, তেমনি সবারই মুহুর্তের ভালোলাগা তৈরি করবে গানটি আশা করছি। আব্দুল খুবই মন থেকে গেয়েছে। সুরটা এবং কথাটাও দারুণ। পুরো টিমের জন‍্য শুভেচ্ছা রইল।’’

সম্প্রতি আব্দুলের ‘ভালোবাসে না’ শিরোনামে একটি একক গান মুক্তি পেয়েছে। এরমধ্যে অনেকে গানটির প্রশংসা করেছেন জানান শিল্পী।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫