
কণ্ঠশিল্পী আসিফ
চলতি বছরে দেশের পাশাপাশি দেশের বাইরেও কনসার্টে ব্যস্ত সময় পার করছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। তারই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন তিনি। সঙ্গে থাকবে আসিফের ‘দি অ্য টিম’।
আসিফ ভক্তদের জন্য দারুণ খবর হলো, ১৭ বছর পর তিনি যুক্তরাষ্ট্রে শো করতে যাচ্ছেন। ৩০ আগস্ট যুক্তরাষ্ট্রের বাফেলোতে অনুষ্ঠেয় ঐতিহ্যবাহী ফোবানা কনভেনশনে থাকবেন আসিফ ও তার ‘দি অ্য টিম’। এর মধ্যে আসিফ ঢাকা ছেড়েছেন।
আসিফ বলেন, “যাদের সঙ্গে দেশে গান গাই, তাদের সঙ্গে বিদেশেও গান করি। তারা আমার সম্মানিত মিউজিশিয়ান’স, আমরা দি অ্য টিম। ২০০৬-০৭ সালে ল্যাপটপ মিউজিকের প্রাদুর্ভাব বেড়ে গেলে পশ্চিমা দেশগুলোর কনসার্টে যন্ত্রশিল্পীদের যাওয়া বন্ধ হয়ে যায়। আমিও সিদ্ধান্ত নিয়েছি ‘দি অ্য টিম’ দেশে ফেলে রেখে বিদেশে কনসার্ট করব না।”
আসিফ সফল হয়েছেন জানিয়ে বলেন, ‘ধৈর্য ধরেছি, সফলও হয়েছি। ১৭ বছর পর ৩০ আগস্ট বাফেলোতে ঐতিহ্যবাহী ফোবানা কনভেনশনের মাধ্যমে দি অ্য টিম আবারও অভিষিক্ত হতে যাচ্ছে।’
দুই মাসের সফরে আসিফ ঢাকা ছাড়লেন। তিনি বলেন, ‘সফর দুই মাসের হলেও এতদিন দেশের বাইরে থাকা অসম্ভব, এ জন্য পুরো সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে অন্তত ১০টি কনসার্ট হবে আশা করছি।’ আসিফের সঙ্গে থাকবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা আতিয়া আনিসা। ষ বিনোদন প্রতিবেদক