Logo
×

Follow Us

সংগীত

পাবনা মানসিক হাসপাতালে নোবেল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২১, ২০:৫৬

বিতর্কিত কর্মকাণ্ডে তুমুল সমালোচিত সংগীতশিল্পী নোবেল পাবনা মানসিক হাসপাতালে গিয়েছেন। মনে করা হচ্ছে, পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের জিজ্ঞাসাবাদের পর তাদের পরামর্শে মানসিক হাসপাতালে গিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২০ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করে পাবনা মানসিক হাসপাতালে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নোবেল নিজেই। সঙ্গে ছিলেন তার স্ত্রীও। তবে তিনি সেখানে পরিদর্শনের জন্য গিয়েছেন নাকি চিকিৎসা নিতে গিয়েছেন সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওতে দেখা গেছে, মানসিক হাসপাতালের চেম্বারে অবস্থান করছেন সস্ত্রীক নোবেল। চেম্বারের পাশেই গ্রিলের ওপাশে বেশ কয়েকজন মানসিক রোগীর সঙ্গে সাক্ষাৎ করেন নোবেল। তাদের গেয়ে শোনান জাতীয় সংগীত।

এর আগে বুধবার দিনভর পুলিশের সাইবার ইউনিটের মুখোমুখি ছিলেন নোবেল। নিজের সব দায় স্বীকার করেন। পোস্ট দিয়ে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। নোবেল আরেকটি পোস্টে জানান, পুলিশের সঙ্গে সাক্ষাতের পর তার মানসিক চিকিৎসা চলছে।

বুধবার দুপুরের দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার ক্রাইম ইউনিটের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন।

কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল ইসলাম নোবেলের বিষয়ে ফেসবুকে এক পোস্টে জানান, ‘গায়ক নোবেল ও তার ভেরিফায়েড পেজের আপত্তিকর ও অনভিপ্রেত পোস্ট নিয়ে আমরা ইতোমধ্যে অবগত। বাংলাদেশের প্রচলিত আইন মোতাবেক ও সংক্ষুব্ধ ব্যক্তি বা ব্যক্তিবর্গের সাথে মতামত, সম্মতি ও পরামর্শক্রমে এই বিষয়ের একটা বিশ্বাসযোগ্য ও স্থায়ী সমাধানের জন্য আমরা আইনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।’

২০১৯ সালে ভারতের জি বাংলা টেলিভিশনের রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’তে অংশ নিয়ে আলোচনায় আসা নোবেল প্রথম থেকেই বিতর্কের জন্ম দিয়ে আসছেন। এসব বিতর্কের কারণে বারবার ক্ষমা চাইতে হয়েছে তাকে। র‍্যাব ও পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫