এন্ড্রু কিশোরের চিকিৎসার অর্থ যোগাতে যুক্তরাষ্ট্রে কনসার্ট

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯, ১০:২৮

বরেণ্য কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর।
মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত বরেণ্য কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসার অর্থ সংগ্রহের জন্য যুক্তরাষ্ট্রে কনসার্টের আয়োজন করা হচ্ছে।
আগামী মাসের ২০ তারিখে এটি অনুষ্ঠিত হবে নিউইয়র্কের কুইন্স প্যালেসে।
স্থানীয় শিল্পীদের পাশাপাশি এতে গান পরিবেশন করবেন দেশের জনপ্রিয় বেশ ক’জন শিল্পী।
কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজক শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম।
এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘ইতোমধ্যে এন্ড্রু দার সঙ্গে কথা হয়েছে। তিনি ও জাতীয় পর্যায়ের বেশ কয়েকজন শিল্পী কনসার্টটি আয়োজনের জন্য বলেছিলেন। তাই আগামী ডিসেম্বরের ২০ তারিখে এটি হচ্ছে।’
জানা যায়, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন এন্ড্রু কিশোর। এরই মধ্যে তিনটি সাইকেলে ১২টি কেমোথেরাপি সম্পন্ন হয়েছে। তাকে যে কেমোথেরাপি দেওয়া হচ্ছে তার প্রতিটির মূল্য প্রায় ৯ লাখ টাকা। এরই মধ্যে গুণী এই শিল্পীর চিকিৎসায় তার পরিবার কোটি টাকারও বেশি খরচ করে ফেলেছেন। শিল্পীর চিকিৎসায় এখনও দুই কোটিরও বেশি টাকা প্রয়োজন।
উল্লেখ্য, ৮ সেপ্টেম্বর এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ১০ লাখ টাকার চেক প্রদান করেন। এছাড়াও একটি বেসরকারি চ্যানেলের কর্তৃপক্ষ তার চিকিৎসার জন্য আরো ১০ লাখ টাকা প্রদান করেন।