Logo
×

Follow Us

সংগীত

তাসনীম মীমের নতুন গান ‘হারিয়ে যাবো আমি’

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩৯

 তাসনীম মীমের নতুন গান ‘হারিয়ে যাবো আমি’

তাসনীম মীম

তরুণ কণ্ঠশিল্পী তাসনীম মীম। ছোটবেলা থেকেই গানের প্রতি ভালোবাসা। গানের পাশাপাশি অভিনয়ও করছেন তিনি। পড়াশুনা করছেন রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের তড়িৎকৌশল বিভাগে। তাসনীম মীমের সমস্ত ধ্যান, জ্ঞান মূলত সংগীতকে ঘিরেই।

চলতি মাসে রিলিজ হতে যাচ্ছে তাসনীম মীমের ‘হারিয়ে যাবো আমি’ শিরোনামে নতুন একটি গান৷ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ সজীব। গানটি লিখেছেন মীম নিজেই। গানটির ভিডিও নির্মাণ করেছে ‘কিউরিয়াস ক্যাপচার’। মডেল হিসেবে কাজ করেছে নোমান ও মিমো। গানটি রিলিজ হবে পপি মাল্টিমিডিয়ার ব্যানারে।

গানটি প্রসঙ্গে মীম বলেন, ‘শ্রোতারা আমার কণ্ঠে বিরহের গান শুনতে পছন্দ করেন। এই গানটিও তেমন। আমার নিজের বিরহ থেকেই লেখা এটি। এ গানটি শুনলে অনেকেই নিজের জীবনের সাথে মিলাতে পারবেন। আশা করছি সবার ভালো লাগবে’।

এর আগে মীম ‘কালনাগিনী’ গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫