Logo
×

Follow Us

সংগীত

বনমালীতে লোকগানের অনুষ্ঠন

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২১, ১৫:২৫

বনমালীতে লোকগানের অনুষ্ঠন

সাংস্কৃতিক অনুষ্ঠান

পাবনা বনমালী শিল্পকলা কেন্দ্রের মঞ্চে লোক সাংস্কৃতিক অনুষ্ঠান মাটির গান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় শিল্পীদের নিয়ে এই অনুষ্ঠানের সমন্বয় করেছেন সংগীতশিল্পী প্রলয় চাকী। 

শুক্রবার (৮ অক্টোবর) সন্ধ্যায় দলগত পরিবেশনের মধ্যদিয়ে দুই ঘণ্টা অনুষ্ঠান উপভোগ করে দর্শক।

স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব বজায় রেখে আসন বিন্যাস করে কর্তৃপক্ষ। 

অনুষ্ঠান নিয়ে প্রলয় চাকী বলেন, জীবনের সবটুকু সময় এই সাংস্কৃতিক চর্চার জন্য দিয়ে গেলাম। এখনো প্রবীণ নবীন শিল্পীদের সাথে নিয়ে কাজ করছি। চেষ্টা করছি যাতে তারা আমাদের ধারাবাহিকতা ধরে রাখে। 


কথা হয় বনমালী শিল্পকলা কেন্দ্রর সাধারণ সম্পাদক ড. মো. হাবিবুল্লাহ সাথে, তিনি বলেন, ঐতিহাসিক পাবনার বনমালী দেশের মানুষের কাছে খুবই পরিচিত। এই বনমালীর মঞ্চে দেশের সুনামধন্য সকল দল তাদের গান পরিবেশন করেছেন। এখন থেকে নিয়মিত অনুষ্ঠানের আয়োজন করা হবে। জেলার ঐতিহ্য ধরে রাখার জন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫