Logo
×

Follow Us

সংগীত

মামলা করতে আবার আদালতে জেমস

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২১, ১১:৫৯

মামলা করতে আবার আদালতে জেমস

এর আগে ১৯ সেপ্টেম্বর মামলা করতে আদালতে গিয়েছিলেন জেমস। ফাইল ছবি

কপিরাইট আইনে মামলা করতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে গিয়েছেন নগর বাউল জেমস। গান কপি করার অভিযোগে বাংলালিংকের বিরুদ্ধে তিনি এই মামলা করবেন।

আজ বুধবার (১০ নভেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে তিনি উপস্থিত হন। বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার জন্য এই আদালতে আবেদন করেছেন এই রকস্টার। 

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) তাপস কুমার পাল এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ১৯ সেপ্টেম্বর একই আদালতে মামলার আবেদন করেন তিনি। এ সময় বিচারক তাকে থানায় (গুলশান থানা) গিয়ে মামলা করতে পরামর্শ দেন। এরপর তিনি বিচারকের পরামর্শে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।

ওইদিন এপিপি তাপস বলেছিলেন, জেমস আদালতে বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করতে আসেন। বিচারক গুলশান থানায় গিয়ে মামলা দায়েরের পরামর্শ দেন। এছাড়া থানায় যদি মামলা না নেয় তাহলে আদালতে এসে মামলার আবেদন করতে বলেন।

জানা গেছে, জেমসের অসংখ্য গান বিনা অনুমতিতে এখনও বিভিন্ন প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে ব্যবহার করে আসছে। এসব বিষয়ে কোনও সমাধান না পেয়ে আদালতে উপস্থিত হয়ে মামলার আবেদন করেন জেমস।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫