Logo
×

Follow Us

সংগীত

নতুন বছরে সালমার নতুন গান

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০, ১৪:১৫

নতুন বছরে সালমার নতুন গান

কণ্ঠশিল্পী সালমা।

নতুন বছরে ক্লোজআপ ওয়ান খ্যাত জনপ্রিয় শিল্পী সালমার নতুন গান ‘পাঁজর’ মুক্তি পেয়েছে। 

গানটির কথা লিখেছেন জান্নাতুল ফেরদৌস মিলা, সুর করেছেন জিয়াউদ্দিন আলম।

এই মিউজিক ভিডিওতে মডেল হিসেবে আছেন নিরব ইসলাম ও এসকে তৃষ্ণা। এমআর বেস্টমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে।

নতুন গান সম্পর্কে সালমা বললেন, ‘গানটির কথা খুবই সুন্দর। কথার সাথে মিল রেখে এর সুর, সংগীত ও মিউজিক ভিডিওটি দারুণ হয়েছে। আমি আশা করছি নতুন বছরের আমার এই প্রথম গানটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’

গানটির সুরকার জিয়াউদ্দিন আলম বললেন, ‘সালমার গায়কি নিয়ে নতুন করে কিছু বলার নেই। অসাধারণ গেয়েছে গানটি সালমা। আর গানটির গীতিকার জান্নাতুল ফেরদৌস মিলাও খুব সুন্দর কথায় গানটি লিখেছেন। রেজওয়ান শেখ, সাইফুল ইসলাম রোমান, নিরব ইসলাম ও তৃষ্ণাকে ধন্যবাদ। আশা করছি গানটি সবার ভালো লাগবে।

‘পাঁজর’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সাইফুল ইসলাম রোমান। ক্যামেরায় ছিলেন সানী খান। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫