Logo
×

Follow Us

বিনোদন

করোনায় কণ্ঠসৈনিক নমিতা ঘোষের চিরবিদায়

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২১, ১১:১২

করোনায় কণ্ঠসৈনিক নমিতা ঘোষের চিরবিদায়

নমিতা ঘোষ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর রাতে চিরবিদায় নিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক নমিতা ঘোষ (৬৫)। তিনি ছিলেন এই যুদ্ধের প্রথম নারী শিল্পী।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকার শুক্রবার (২৬ মার্চ) রাত ১০টার দিকে রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নমিতার বোন কবিতা ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বোনের মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়েছে। আজ শনিবার (২৭ মার্চ) বেলা ১১টায় রাজধানীর পোগোজ স্কুল প্রাঙ্গণে স্বাধীনতা যুদ্ধের এই কণ্ঠযোদ্ধাকে গার্ড অব অনার দেয়া হবে। তার শেষকৃত্যের বিষয়ে পারিবারিকভাবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

দীর্ঘদিন ধরে এই শিল্পী ক্যানসার ও চোখের জটিলতায় ভুগছিলেন। তবে গত ১৫ মার্চ তার করোনা পজিটিভ আসে।

কবিতা ঘোষ তখন গণমাধ্যমকে জানান, ১৫ মার্চ এই কণ্ঠযোদ্ধা করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর তাকে ভর্তি করা হয় রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এর আগে তিনি আরো দুটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রথম নারী শিল্পী হিসেবে নিয়মিত সংগীত পরিবেশন শুরু করেন নমিতা ঘোষ। তখন তার বয়স ছিল ১৪ বছর।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫