Logo
×

Follow Us

বিনোদন

করোনার দ্বিতীয় ডোজ টিকা নিলেন জেমস

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২১, ১৬:১১

করোনার দ্বিতীয় ডোজ টিকা নিলেন জেমস

করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা নিলেন দেশের শীর্ষ রকস্টার জেমস। 

রবিবার (১১ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তিনি টিকা গ্রহণ করেন।

জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন গণমাধ্যামকে জানান, শুরু থেকেই টিকা গ্রহণের বিষয়ে পজিটিভ ছিলেন জেমস। কোনো সংগঠন, প্রতিষ্ঠানের উদ্যোগ কিংবা কোটায় নয়, নিজেই উদ্যোগী হয়ে প্রথমবার করোনার টিকা নিয়েছিলেন তিনি। তারই ধারাবাহিকতায় আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এসে দ্বিতীয় ডোজ টিকা নিলেন জেমস।

এর আগে গেল ১০ ফেব্রুয়ারি করোনাভাইরাস প্রতিরোধক টিকার প্রথম ডোজ নিয়েছিলেন জেমস। টিকা নেওয়ার পর সুস্থ ও স্বাভাবিক ছিলেন তিনি।  


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫