Logo
×

Follow Us

সংগীত

ঈদে আসিফের গান ‘নুনের ছিটা’

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২১, ২২:৫৬

ঈদে আসিফের গান ‘নুনের ছিটা’

সংগীতশিল্পী আসিফ আকবর।

২০ বছরের ক্যারিয়ারে শ্রোতাদের অসংখ্য গান উপহার দিয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর। এবার ঈদে গানে নিজের রূপ পরিবর্তন করে হাজির হচ্ছেন ‘ও প্রিয়া ‍তুমি কোথায়’ খ্যাত এই গায়ক। প্রেমিক হৃদয়ের প্রতিবাদে ভরা গান ‘নুনের ছিটা’ নিয়ে আসছেন তিনি।

১১ মে (মঙ্গলবার) ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানচিত্রটি অবমুক্ত করা হবে। পাশাপাশি শুনতে পাওয়া যাবে দেশীয় এবং আন্তর্জাতিক বেশ কিছু অ্যাপে।

আসিফ মনে করেন, আগের ‘ক্রেজি’ আসিফকে খুঁজে পাওয়া যাবে এই গানে। তার ভাষায়, ‘কথা, সুর, সংগীত আর ভিডিও মিলে এই গানটি এবারের ঈদের আলোচিত একটি গান হবে বলে আমি মনে করি।’

ওমর ফারুকের কথায় সুর করেছেন প্রিন্স রুবেল আর সংগীতায়োজন করেছেন তরিক। ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। এতে মডেল হিসেবে দেখা যাবে তারেক জামান ও সাবরিনা কানিজ সুখীকে। আসিফ আকবর থাকছেন নতুন লুকে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫