Logo
×

Follow Us

সংগীত

হৃদরোগে আক্রান্ত সংগীত‌শিল্পী তৌ‌সিফ

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ২১:৫৮

হৃদরোগে আক্রান্ত সংগীত‌শিল্পী তৌ‌সিফ

সংগীত‌শিল্পী তৌ‌সিফ আহমেদ।

সংগীত‌শিল্পী তৌ‌সিফ আহমেদ হৃদরোগে আক্রান্ত হ‌য়ে‌ছেন।

গতকাল শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় প্রচন্ড শ্বাসকষ্ট হ‌লে রাজধানীর এক‌টি বেসরকা‌রি হাসপাতালে নি‌য়ে যাওয়া হয় তাকে। 

পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তার জানান হৃদরোগে আক্রান্ত হয়েছেন এই গায়ক।

তৌ‌সিফ নি‌জেই এসব তথ‌্য নি‌শ্চিত করেছেন।

তৌসিফ বলেন, হঠাৎ করে বুকে ব্যথা করছিল, ম‌নে হ‌চ্ছিল দম বন্ধ হয়ে আসছে। পরে ইবনে সিনা হাসপাতালে যাই। টেস্ট করে ডাক্তাররা বলেন হার্ট অ‌্যাটাক হয়েছে। তাৎক্ষ‌ণিকভা‌বে চিকিৎসা দেওয়াতে জীবন বাঁচছে। সবাই আমার জন্য দোয়া করবেন।

তবে এখন ভয়ের কিছু নেই, অনেকটা সুস্থ আ‌ছেন তৌ‌সিফ। হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বলেও জানিয়েছেন এই গায়ক।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫