বঙ্গবন্ধুকে নিয়ে পথিক-তুহিন-পুতুল-রন্টির গান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গাইলেন ব্যান্ড তারকা পথিক নবী-শফিক তুহিন-পুতুল-রন্টি। এটা গল্প নয়, এটা ইতিহাস, টুঙ্গি পাড়ার সেই ছেলেটি, যার ডাকে জেগেছিল যা আছে তা নিয়ে, এদেশের জনতা সাড়ে সাত কোটি-এমন কথামালায় সাজানো এ গানের সুর ও সংগীতায়োজন করেছেন জিয়া খান। গানটির কথা লিখেছেন রাফিউজ্জামান রাফি। 

আজ শুক্রবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন উপলক্ষে গানটি তৈরি করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিটিভি কর্তৃক আয়োজিত ‘পিতার জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি’ অনুষ্ঠানে প্রচারিত হবে গানটি। 

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এল রুমা আকতার। শ্যামল দত্তের গ্রন্থনায় উপস্থাপনার দায়িত্বে আছেন শারমিন সুমি। 

গানটি প্রসঙ্গে পথিক নবী বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে গান গাইতে সবসময়ই ভালো লাগে। এখানে আবেগের একটা ব্যাপার আছে। এই গানটির কথা ও সুর খুবই ভালো লেগেছে। আশা করি সবার ভালো লাগবে গানটি।’ 

জিয়া খান বলেন, ‘গানটি আমি খুবই যত্ন সহকারে করার চেষ্টা করেছি। কণ্ঠশিল্পীরাও তাদের সেরাটা দিয়ে গেয়েছেন। বঙ্গবন্ধুকে নিয়ে গান করার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। এই বিষয়গুলোর ওপরই তৈরি হয়েছে গানটি।’ 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //