শিল্পী মেহরীন মাহমুদের উদ্যোগে রাজধানীতে শুরু হতে যাচ্ছে গ্রিন ফেস্ট ২০২৩। আর এ উপলক্ষ্যে "বন্ধু" শিরোনামের গান দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিল্পী মেহরীন। রবিবার (৩০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে মেহরীন মাহমুদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত এবং বাংলাদেশে ইইউ প্রতিনিধি দলের প্রধান চার্লস হোয়াইটলি, শেলডন ইয়েট (ইউনিসেফ কান্ট্রি প্রতিনিধি, বাংলাদেশ) ও এল এ মুকুল (চেয়ারম্যান, রূপায়ন গ্রুপ)। এসময় অনুষ্ঠানে সমাজের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গ্রীন মিট অব গ্রীন লিডার্স ইভেন্টে আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্য তুলে ধরেন। পরে তাদেরকে "গ্রীন লিডারস অ্যাওয়ার্ড ২০২৩" স্বীকৃতি প্রদান করা হয় আয়জনকারীদের পক্ষ হতে।
"বন্ধু" নামের প্রকাশিত গানটিতে বায়ো সম্পর্কিত বৈচিত্র্য এবং একটি শিশুর আদর্শ জীবনধারার বিষয়গুলো তুলে ধরা হয়। গানটি পরিবেশন করেন মেহরীন মাহমুদ নিজেই। পরে একটি অ্যানিমেটেড ভিডিও এর মাধ্যমে এর চিত্রায়ন প্রকাশ করেন শিল্পী মেহরীন।
মেহরীন বলেন, গানটি গ্রিন ফেস্ট ২০২৩ এর প্রচারমূলক কার্যক্রম এবং পরিবেশ বিষয়ক সচেতনতা বাড়ানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এছাড়াও গ্রীন ফেস্ট ২০২৩ এর অধীনে বৃক্ষরোপণ এবং বৃক্ষ দান, সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসুচি ও প্রচারণা, সাইকেল চালানো কর্মসুচি, ম্যারাথন কর্মসুচি ও গ্রীন রক কনসার্টও অন্তর্ভুক্ত রয়েছে বলে আয়োজনকারী প্রতিষ্ঠান জানায়।
মূলত গ্রীন ফেস্ট ২০২৩ ছয় মাস মেয়াদী একটি ইভেন্ট হিসেবে নেয়া হয়েছে যার প্রধান কর্মসূচি হলো- পরিবেশের প্রতি সচেতনতা এবং পরিবেশগত সমস্যাগুলির সমাধানের লক্ষ্যে কার্যক্রম, শিক্ষামূলক, প্রচারমূলক সক্রিয়করণ এবং শৈল্পিক প্রোগ্রাম।
উল্লেখ্য, শিল্পী মেহরীন মাহমুদ উইমেনস ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিস বাংলাদেশের সভাপতি। ইভেন্টটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে গো গার্ল ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh