ভারত-বাংলাদেশ সবখানেই অরিজিৎ সিংহের জনপ্রিয় তুমুল। তার গান মানেই অন্যরকম এক অনুভূতি। এবার এই মুগ্ধতা ছড়ানো গায়ক গাইবেন ঢালিউডের একটি সিনেমায়।
জানা গেছে, মো. জাকারিয়া মাসুদ পরিচালিত ‘তুই আমার পাখি, আমি তোর পাখি’ শিরোনামের ছবিতে প্লে-ব্যাক করবেন তিনি। গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।
ছবি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘সিনেমার একটি গান রয়েছে, যে গানটি ভারতের শিল্পী অরিজিৎ সিংকে দিয়ে গাওয়াতে চাইছিলাম। কিন্তু তার সঙ্গে কথা না বলে সেটা নিশ্চিতও করতে পারছিলাম না। সম্প্রতি অরিজিৎ সিংয়ের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। শিগগিরই ভারতে গিয়ে তার সঙ্গে চুক্তিস্বাক্ষর করব।’
‘তুই আমার পাখি, আমি তোর পাখি’ সিনেমাটি প্রযোজনা করছে জেএম ফিল্মস। আগামী মাস থেকে শুটিং শুরু করতে চায় প্রতিষ্ঠানটি। তবে তার আগে হবে গান রেকর্ডিং।
এদিকে এই ছবির কেন্দ্রীয় চরিত্রের অভিনয়শিল্পীদের নাম জানা যায়নি। নির্মাতা জাকারিয়া মাসুদ জানিয়েছেন, নতুন কোনো নায়ক-নায়িকার জুটি উপহার দিতে চান তিনি।
এর আগে বাংলাদেশের ‘ঢাকা অ্যাটাক’ সিনেমায় গান গেয়েছিলেন অরিজিৎ সিং। শিরোনাম ছিল ‘টুপ টাপ’। গানের কথা লিখেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, সংগীত করেছিলেন অরিন্দম।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : অরিজিৎ সিং বাংলা সিনেমা প্লে ব্যাক ঢালিউড
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh