জনপ্রিয় কণ্ঠশিল্পী মুন। গ্রাম-গঞ্জ ও শহর সবখানেই আছে তার গানের শ্রোতা। ‘আজ রাতের জলসা’, ‘জ্বালা’, ‘আগুন’, ‘হাবিবি’ ও ‘প্রেম কুমারী’সহ তার আরও অনেক গান শ্রোতাদের মুখে মুখে শোনা যায়। দীর্ঘ সময় পর এ কণ্ঠশিল্পী আবারও নতুন গান দিয়ে জ্বলে উঠছেন। নিয়মিত নতুন নতুন গান প্রকাশ করছেন বলে জানান তিনি।
সম্প্রতি তার কণ্ঠে প্রকাশ হয়েছে সালাউদ্দীন সাগরের কথায় পলক হাসান সুমনের সুরে ‘গরম চা’ এবং সজিব অধিকারীর কথায় ও সাঈদ বাবুর সুরে ‘পাড়ার পোলাপান’ শিরোনামের গানের মিউজিক ভিডিও। দুটি গানের জন্যই শ্রোতাদের কাছ থেকে প্রশংসা পাচ্ছেন সুকণ্ঠী গায়িকা।
মুন বলেন, ‘এখন থেকে নিয়মিত নতুন গান প্রকাশ করব। শ্রোতারা আমার কাছ থেকে যে ধরনের গান প্রত্যাশা করেন তেমন গান নিয়েই শ্রোতাদের আনন্দ দিতে চাই। আমি গানের মানুষ। গানের সঙ্গেই আমার আত্মার বাস।’
এদিকে দেশের প্রতিকূল অবস্থায় স্টেজ শো থেকে অনেকের মতো মুনও দূরে আছেন। তবে বসে নেই তিনি। নোয়াখালী, ফেনী ও কুমিল্লার বানভাসিদের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছেন তিনি। একই সঙ্গে মিউজিশানদেরও পাশে থাকছেন।
এ প্রসঙ্গে মুন বলেন, স্টেজ শোর ওপর আমাদের নির্ভর করতে হয়। বিন্তু দেশের এমন পরিস্থিতিতে স্টেজ শো আগের মতো হচ্ছে না। এ সময়ে অনেক যন্ত্রশিল্পীর জন্য টিকে থাকা কঠিন হচ্ছে। আমি আমার মতো চেষ্টা করছি তাদের পাশে থাকতে। এ ছাড়া দেশের বানভাসিদের জন্য সবার মতো আমিও এগিয়ে এসেছি। আমি মনে করি, শিল্পীদেরও সামাজিক কর্মকাণ্ডে অশংগ্রহণ করা উচিত।’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh