
নাজমুন মুনিরা ন্যান্সি। ছবি: সংগৃহীত
জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা
ন্যান্সি। বৈষম্য বিরোধী আন্দোলনে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন তিনি। নতুন বাংলাদেশে
তাকে দায়িত্ব দেওয়া হয়েছে চলচ্চিত্রের জুড়ি বোর্ডেও।
বর্তমান সময়টা বেশ ভালো ভাবেই কাটাচ্ছেন বলে জানান তিনি। এদিকে প্রায় নয় মাস পর স্টেজে ফিরলেন এ গায়িকা। গতরাতে তিনি বসুন্ধার কনভেনশন সিটি হলে গান করেন। তার সঙ্গে আরও ছিলেন ক্লোজআপ তারকা সাব্বির।
ন্যান্সি বলেন, প্রায় নয় মাস পরে
স্টেজে গান গাইবার অনুভূতি অন্যরকম। আমার
পরিচয় আমি একজন শিল্পী। স্টেজেই গান গাওয়া যে কোনো শিল্পীর জন্য দারুণ আনন্দের বলতে
পারি।’
তিনি আরও বলেন, আমার সাথে ছিলো আমাদের
সবার প্ৰিয় শিল্পী সাব্বির । অনেক দিন পরে
দেখা হলো বাপ্পি দাদার সাথে, গান - আড্ডা সব মিলিয়ে সুন্দর সময় পার
হলো। আয়োজক রাজা ভাইকে (বেজ
গিটার বাদক ) বিশেষ ধন্যবাদ এতো সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য।’
চলতি বছরে গানের
ভুবনেও ঝলমলে ন্যান্সি। গত ভালোবাসা
দিবসে প্রকাশ হয়েছে তার একে একে চারটি গান। গানগুলো হলো হাবিব
ওয়াহিদের সঙ্গে ‘জোনাক জ্বলে’, হৃদয় খানের সঙ্গে ‘আলিঙ্গন’, এহসান রাহির সঙ্গে ‘সাতটি মাস’ ও কিশোর দাসের সঙ্গে ‘শুধু
দুজনার’।