Logo
×

Follow Us

সংগীত

ফের শুরু হচ্ছে ফোক ফেস্ট

Icon

বিনোদন রিপোর্টার

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ১৭:২৪

ফের শুরু হচ্ছে ফোক ফেস্ট

ফাইল ছবি

চার বছর বিরতির পর ফের শুরু হচ্ছে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট।’ আসছে জানুয়ারির ২৩, ২৪ ও ২৫ তারিখে বনানীর আর্মি স্টেডিয়ামে বসছে ফোক ফেস্টের ৬ষ্ঠ আসর।

আজ রোববার (২৭ অক্টোবর) আয়োজন প্রতিষ্ঠান সান ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, আবার হবে শেকড়ের গান। ফিরে আসছে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট।

তবে এবারের আসরে কোন কোন শিল্পী অংশ নেবেন তা এখনই জানায়নি আয়োজক প্রতিষ্ঠান। শিল্পীদের তালিকা চূড়ান্ত হলে বিষয়টি অনুষ্ঠানিকভাবে জানাবেন তারা।

বাংলা লোকগানের সুর-সুধা বিশ্ব দরবারে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৫ সালে প্রথমবার অনুষ্ঠিত হয় ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট। এরই ধারাবাহিকতায় তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে ওঠে উৎসবটি।

২০১৯ সাল পর্যন্ত টানা পাঁচবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত হয়েছেঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট তিন দিনব্যাপী এই লোকসংগীত উৎসবে সুর-তালের মোহনায় ডুব দিতেন শ্রোতারা। তবে করোনা মহামারির (২০২০) পর থেকেই বন্ধ রয়েছে  আয়োজন।

 

 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫