৭০ দশকের লুকে রাশেদ

ক্লোজআপ তারকা রাশেদ। ৭০ দশকের লুকে দর্শকের সামনে দেখা দিলেন তিনি। সম্প্রতি প্রকাশ হয়েছে তার কণ্ঠে ‘নিলি না খবর’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও। এতে সেই সময়ের একটি চরিত্রে অভিনয় করেন কণ্ঠশিল্পী।

এন আই বুলবুলের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেন রোকন ইমন। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন শান শাইক ও লতা আর্চারিয়া। মিউজিক আলফার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজ এবং ডিজিটাল বিভিন্ন প্ল্যাটফরমে গানটি প্রকাশ হয়েছে।

মিউজিক ভিডিওটি প্রসঙ্গে রাশেদ বলেন, গানটির কথা ও সুরের সঙ্গে চিত্রায়ন করেছি। ৭০ দশকের প্রেমে ব্যর্থ হওয়া একজন যুবকের চরিত্রে পর্দায় এসেছি। এরমধ্যে অনেকে গানটির প্রশংসা করেছেন। এটি মিউজিক আলফার অন্যরক ক্রিয়েশন বলতে পারি।

অডিও গানের বাইরে রাশেদ বর্তমানে নিয়মিত স্টেজ শো ও টিভি লাইভ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

প্রসঙ্গত, মিউজিক আলফা প্ল্যাটফরম থেকে এরইমধ্যে আরও প্রকাশ হয়েছে কণ্ঠশিল্পী সাব্বিরের ‘আমি আকাশ হয়ে আছি’,  জুয়েলের ‘মেঘ বর্ষা ঝুম’ ও অন্তর রহমানের ‘পাখি আমার’ ও বনির ‘তবে কেন।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh