জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী। দেশের বাইরেও তিনি নিয়মিত
স্টেজ শোতে ব্যস্ত সময় পার করেন। তবে এবার তাকে ভিন্ন ভাবে দেখা যাবে । প্রথমবারের
মতো তার বাবা কিংবদন্তী শিল্পী মাহমুদূন্নবীর স্মরণে দেশের বাইরে একক সংগীত সন্ধ্যায়
অংশগ্রহন করছেন তিনি।
মহান বিজয়ের মাস ডিসেম্বরেই মাহমুদূন্নবীর জন্ম ও মৃত্যু। তাই আগামী ১৭ই ডিসেম্বর নিউর্য়কের কুইন্স প্যালেসে এ সংগীত সন্ধ্যার আয়োজন হচ্ছে। এটির আয়োজন করছে সামআনা প্রতিষ্ঠান।
ফাহমিদা নবী বলেন, ‘আমার বাবা কিংবদন্তি শিল্পী মাহমুদূন্নবী
তার অনেক ভক্ত অনুরাগীদের রেখে চলে গ্যাছেন ১৯৯০ সালের ডিসেম্বর মাসেই। ডিসেম্বর মাস
যেমন বিজয়ের মাস তেমনি আমার বাবার জন্ম এবং
মৃত্যু এই মাসেই । তাকে স্মরন করে এই প্রথমবারের মতো বিদেশের মাটিতে আমার একক সঙ্গীত
সন্ধ্যার আয়োজন হচ্ছে। এখানে বাবার গান , আমার নিজের গান, দেশের গান গাইবো । আশা করছি
অনেকের সাথে এই অনুষ্ঠানে দেখা হবে।’
উল্লেখ্য, ফাহমিদা নবী ১৯৭৯ সালে তার গায়িকা জীবন শুরু করেন
এবং তিন যুগ ধরে সাফল্যের সাথে গান গেয়ে যাচ্ছেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : মাহমুদূন্নবী একক সংগীত সন্ধ্যা ফাহমিদা নবী
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh