জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। নব্বই দশকের শিল্পীদের মধ্যে
তিনিই অন্যদের চেয়ে বেশি গানে সরব। নিজের ইউটিউব চ্যানেলে প্রায় সময় নতুন গান প্রকাশ
করেন তিনি। একই সঙ্গে স্টেজ শোতেও ব্যস্ত সময় পার করছেনি এ তারকা। এদিকে চলতি বছর শেষের
পথে। এরমধ্যে মনির খান জানালেন নতুন বছরে শ্রোতাদের কী উপহার দেবেন।
বরাবরই এবারও বছরের প্রথম দিনে প্রকাশ হবে তার অঞ্জনা সিরেজের নতুন গান। ‘আমার জীবন যদি দেশ হয়, তার তুই যে প্রধানমন্ত্রী– এমন কথার গান লেখার পাশাপাশি সুর সংগীত করেছেন গীতিকার মিল্টন খন্দকার।
মনির খান বলেন, ‘বছরের বিভিন্ন সময় শ্রোতাদের জন্য নতুন নতুন
গান নিয়ে হাজির হয়ে থাকি। আমি বরাবরই শ্রোতাদের কথা মাথায় রেখে, তাদের চাওয়া অনুযায়ী
গান প্রকাশ করি। ‘অঞ্জনা’ শিরোনামে এ গানটিও তার ব্যতিক্রম নয়। সিদ্ধান্ত নিয়েছি, প্রতি
জানুয়ারির শুরুতে ‘অঞ্জনা’ শিরোনামে গান প্রকাশ করার।’
তিনি আরো বলেন, ‘এ কথা সত্য যে, গত কয়েক বছর ধরে জানুয়ারিতে
‘অঞ্জনা’ শিরোনামে গান প্রকাশ করছি। সাধ্যের জায়গা থেকে শ্রোতাদের দাবি পূরণ করার চেষ্টা
করি। তাদের চাওয়া ‘অঞ্জনা’ শিরোনামে গান যেন বছরের মাঝেও একটি প্রকাশ করি।’
প্রসঙ্গত, মনির খানের প্রতিটি একক অ্যালবামে ‘অঞ্জনা’ সিরিজের
গানটি ঘুরেফিরে এসেছে। এই অঞ্জনাকে ঘিরে ভক্ত-অনুরাগীদের মধ্যে রয়েছে তুমুল আগ্রহ।
তার অসংখ্য শ্রোতা জানতে চেয়েছেন, কে এই অঞ্জনা? তবে কখনোই এ প্রশ্নের স্পষ্ট জবাব
দেননি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh