সেরা বন্ধুকে বিয়ে করছেন সেলেনা গোমেজ

ভক্তদের অবাক করে বাগদান সেরে ফেললেন মার্কিন পপ গায়িকা সেলেনা গোমেজ। প্রযোজক-গীতিকার বেনি ব্লাঙ্কোরের সঙ্গে বাগদানের ঘোষণা দিয়েছেন তিনি। 

তারা দুজনেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়েছেন। এক বছরেরও বেশি সময় সেরা বন্ধু হিসেবে থাকার অবশেষে সম্পর্ককে আারও একধাপ এগিয়ে নিলেন এই তারকাযুগল।

ভোগ ম্যাগাজিন থেকে জানা যায়, বুধবার (১১ ডিসেম্বর) ইনস্টাগ্রামে সংবাদটি শেয়ার করে গোমেজ। ক্যাপশনে লিখেছেন, চিরকালের জন্য যাত্রা শুরু হলো। গায়িকার এই পোস্টে ভক্তদের নজর কেড়েছে তার হাতের হীরার আংটি। কমেন্ট বক্সে শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। পোস্টের কমেন্টে বেনি লিখেছেন, ‘এই দেখো… এটা তো আমার স্ত্রী।’

এই জুটিকে নিয়ে আলোচনা শুরু হয় গতবছর থেকেই। তবে তারা সম্পর্কের বিষয়টি সামনে আনেন ২০২৩ সালের ডিসেম্বরে। যদিও প্রেমের সম্পর্কের আগে থেকেই তারা পেশাগত কারণে দুজন পরিচিত। ২০১৫ সালে সেলেনার ‘সেইম ওল্ড লাভ’ ও ‘কিল এম উইথ কাইন্ডনেস’ প্রযোজনায় ছিলেন বেনি। এরপর ২০১৯ সালের ‘আই ক্যান্ট গেট এনাফ’-এ তারা আবার একসঙ্গে কাজ করেন। 

সম্প্রতি, সেলেনা ‘এমিলিয়া পেরেজ’ ও ‘ওনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’ এর জন্য গোল্ডেন গ্লোবস নমিনেশন পেয়েছেন। অন্যদিকে, বেনি তার সংগীত প্রতিভার জন্য বিখ্যাত। তিনি রিহানা, ব্রিটনি স্পিয়ার্স, এবং এসজেডএ-র মতো শিল্পীদের জন্য হিট গান তৈরি করেছেন।

ভ্যানিটি ফেয়ারকে দেয়া একটি সাক্ষাৎকারে সেলেনা বলেন, সে আমার জীবনের এক আলোকশিখা। আমি এমন ভালোবাসা আগে কখনও পাইনি। সে আমার সেরা বন্ধু। আমি তাকে সব কিছু বলতে পারি। তাদের বাগদান উদযাপনে টেলর সুইফট, জেনিফার অ্যানিস্টন, এবং কার্ডি বি-র মতো তারকারা অভিনন্দন জানিয়েছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh