চলতি সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলন। ‘সখী ভালোবাসা কারে
কয়’গান দিয়ে জনপ্রিয়তা পান তিনি।
পরবর্তীতে তার একাধিক গান জনাপ্রিয়তা পেয়েছে। কেবল গায়ক হিসেবে নয়, সুরকার হিসেবেও
নিজের দক্ষতা দেখিয়েছেন।
আগামীকাল প্রকাশ হবে তার ‘জানে শুধু সে’ শিরোনামের একটি মিউজিক ভিডিও। আহমেদ রিজভীর কথায় এটির সুর করেছেন মিলন নিজেই। সংগীতপরিচালনা করেছেন মোহাম্মদ রনি হোসাইন। এতে মিলনের সঙ্গে মডেল হয়েছেন মাখনুন সুলতানা মাহিমা। ভিডিওটি নির্মিাণ করেছেন সৈকত রেজা। নাটাই মিউজিকের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ হবে।
গানটি প্রসঙ্গে মিলন বলেন, ‘শ্রদ্ধেয় রিজভী ভাইয়ের গানের কথামালা বরাবরই অন্যরকম। একজন শিল্পীর কণ্ঠে কি ধরনের কথা মিশে যাবে তিনি খুব ভালো ভাবেই বোঝেন। এ গানটি তিনি সেভাবেই লিখেছেন বলেই জানি। গানের কথা ও সুর কিছুটা হলেও শ্রোতাদের মনে দাগ কাটবে বলে আমি আশা করছি।’
অডিও গানের বাইরে মিলন নিয়মিত স্টেজ শোতেও ব্যস্ত সময় পার
করছেন বলে জানান।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : মোহাম্মদ মিলন সুরকার সংগীত
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh