মঞ্চে ফিরছেন বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। আসছে ৩১ জানুয়ারি ও আগামী ১ ফেব্রুয়ারি ঢাকায় দুটি বড় অনুষ্ঠানে গান গাওয়ার কথা রয়েছে তার। এরপর চট্টগ্রামেও স্টেজ শো করবেন তিনি।
দীর্ঘ
সময় পর মঞ্চে গান গাওয়া নিয়ে এই শিল্পী জানান, আল্লাহর রহমতে গানে ফিরছেন। গান ছাড়া
তিনি কিছু ভাবতে পারেন না। গানেই আনন্দ খুঁজে পান। মঞ্চে গান গাওয়ার পাশাপাশি নতুন
গান রেকর্ডিংয়ের পরিকল্পনাও রয়েছে তার। স্টেজ শোর প্রস্তুতি হিসেবে টানা তিন দিন যন্ত্রশিল্পীদের
নিয়ে মহড়ায় অংশ নেবেন।
২০২৩ সালের পরে মঞ্চে গান গাইতে দেখা যায়নি এ কিংবদন্তীকে। দীর্ঘদিন ওরাল ক্যান্সারে ভুগছিলেন তিনি। ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে তার অস্ত্রোপচার হয়। এরপরে চার মাসে ৩০টি রেডিওথেরাপি নিয়েছেন তিনি। কেবল কাছের মানুষেরাই শুধু জানতেন এসব তথ্য। সাবিনা ইয়াসমীন জানান, এটা ছিল কঠিন এক যুদ্ধ। তবে তিনি মনোবল হারাননি।
চিকিৎসা শেষে গত মাসে ঢাকায় ফেরেন সাবিনা। ফলোআপ করাতে এরপরও সিঙ্গাপুর যেতে হয়েছে। আপাতত যাওয়ার আর দরকার পড়ছে না-বলে জানিয়েছেন তিনি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : সাবিনা ইয়াসমীন মঞ্চ স্টেজ শো
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh