বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৭ পিএম
আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৮ পিএম
প্রয়াত ব্যান্ড তারকা শাফিন আহমেদের স্মরণে
‘শাফিন আহমেদ: কিংবদন্তীর প্রতিধ্বনি’ শিরোনামে একটি বিশেষ কনসার্টের আয়োজন করা
হচ্ছে। আগামী ১৩ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁওয়ে আলোকিতে কনসার্টটি অনুষ্ঠিত হবে।
গত বছর একটি কনসার্টের জন্য যুক্তরাষ্ট্রে
গিয়েছিলেন শাফিন আহমেদ, কিন্তু আর দেশে ফেরেননি।
ভার্জিনিয়ায় নির্ধারিত অনুষ্ঠানের আগে, ২০ জুলাই তিনি
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর ২৪ জুলাই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার প্রয়াণের প্রায় সাত মাস পর,
এই কনসার্টটি আয়োজন করা হচ্ছে। ‘শাফিন আহমেদ: কিংবদন্তীর
প্রতিধ্বনি’ কনসার্টে মাইলস-এর পরিবেশনা থাকবে।
মাইলস ছাড়াও, কনসার্টে ফিডব্যাক, দলছুট, আর্টসেল, এভয়েডরাফাসহ আরও অনেকে সঙ্গীত পরিবেশনা করবেন।
সঙ্গীত পরিবেশনার পাশাপাশি,
শাফিন আহমেদের স্মৃতিচিহ্ন প্রদর্শিত হবে এবং তার জীবন ও কর্মজীবনের
উপর নির্মিত একটি তথ্যচিত্র দেখানো হবে।
শাফিন আহমেদের প্রয়াণের পর তার ফেসবুক
পেজের কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল। তবে, গত
বৃহস্পতিবার তার পরিবার পেজটিতে একটি বিবৃতি জারি করে জানায়, এখন থেকে তারা নিয়মিতভাবে শাফিন আহমেদের গান এবং তার জীবনের বিভিন্ন
মুহূর্তের স্মৃতি শেয়ার করবেন।
‘শাফিন আহমেদ: কিংবদন্তীর প্রতিধ্বনি’
কনসার্টটি আয়োজন করছে ভেলভেট ইভেন্টস। গেট সেট রক ওয়েবসাইটে দুটি ক্যাটাগরিতে
টিকিট পাওয়া যাচ্ছে—ভিআইপি টিকিট ৩,০০০ টাকায়
এবং নিয়মিত টিকিট ১,৫০০ টাকায়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : শাফিন আহমেদ কনসার্ট মাইলস দলছুট গেট সেট রক
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh