Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

হাওয়াইতে দাবানলে মৃত বেড়ে ৬৭, তদন্ত শুরু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৩, ১২:৪২

হাওয়াইতে দাবানলে মৃত বেড়ে ৬৭, তদন্ত শুরু

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের মাউই কাউন্টিতে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে। আরও কয়েকশ লোক এখনও নিখোঁজ।

অনুসন্ধান দলগুলো লাহাইনা শহরের ধোঁয়াটে ধ্বংসাবশেষের মধ্যে অভিযান চালাচ্ছে। কীভাবে ঐতিহাসিক রিসোর্ট এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে, তা জানার চেষ্টায় আছেন কর্মকর্তারা।

হাওয়াইয়ের অ্যাটর্নি জেনারেল অ্যান লোপেজ শুক্রবার বলেন, ‘বিধ্বংসী দাবানলের ঘটনাটি তদন্ত করা হচ্ছে।’

তিনি বলেন, ‘মাউই এবং হাওয়াই দ্বীপপুঞ্জে দাবানলের সময় এবং পরে সমালোচনামূলক সিদ্ধান্ত গ্রহণ এবং স্থায়ী নীতিগুলো নিয়ে ব্যাপক পর্যালোচনা পরিচালনা করবে অ্যাটর্নি জেনারেল বিভাগ।’  

দাবানলটি হাওয়াইয়ের ইতিহাসে সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগে পরিণত হয়েছে। ১৯৬০ সালে বিগ আইল্যান্ডে সুনামিতে ৬১ জনের মৃত্যুর ঘটনাকেও ছাড়িয়ে গেছে।

মাউই কাউন্টির কর্মকর্তারা অনলাইন বিবৃতিতে বলেছেন, মকলকর্মীরা আগুনের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন। আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য লাহাইনার বাসিন্দাদের বাড়ি ফিরতে দেওয়া হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, পুড়ে যাওয়া হাজারও ভবনে আরও মরদেহ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে এসব এলাকায় কুকুর নিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।    

মঙ্গলবার রাতে এই দাবানল শুরু হয়। এতে হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছে। ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে অনেক বছর এবং বিলিয়ন ডলারের প্রয়োজন হবে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: আল জাজিরা

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫