Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভ, হাজারো মানুষের ঢল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১৫:৩৫

যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভ, হাজারো মানুষের ঢল

বিক্ষোভে অংশ নিতে নিউইয়র্ক ও সিয়াটলসহ অন্যান্য শহরের রাস্তায় নেমে আসেন হাজারো মানুষ। ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ায় হতাশা প্রকাশ করে বিক্ষোভ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের হাজারো মানুষ।

গতকাল শনিবার (৯ নভেম্বর) দেশটির বিভিন্ন শহরে হাজারো মানুষের অংশগ্রহণে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

নারীদের প্রজনন অধিকার নিয়ে হুমকি তৈরি হওয়া এবং যুক্তরাষ্ট্র থেকে গণহারে অভিবাসীদের বের করে দেয়ার যে অঙ্গীকার ট্রাম্প করেছেন তার বিরুদ্ধে এ বিক্ষোভ করা হয়। বিক্ষোভে অংশ নিতে নিউইয়র্ক ও সিয়াটলসহ অন্যান্য শহরের রাস্তায় নেমে আসেন শত শত মানুষ।

বিক্ষোভের আয়োজকদের একজন স্টিভ ক্যাপরি। ডব্লিউপিএক্সআই টিভিকে তিনি বলেন, সামনে যা ঘটতে যাচ্ছে, তা নিয়ে আমরা শঙ্কিত। কারণ ট্রাম্প আমাদের সবার জন্যই হুমকি।

ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড টাওয়ারের সামনেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীদের হাতে ছিল, ‘আমরা আমাদের রক্ষা করি’, ‘মি. প্রেসিডেন্ট, নারীরা তাদের স্বাধীনতার জন্য আর কত দীর্ঘ সময় অপেক্ষা করবেন’, ‘আমরা পিছু হটব না।’

বিক্ষোভ হয়েছে ওয়াশিংটন ডিসিতেও। সেখানে হেরিটেজ ফাউন্ডেশনের বাইরে বিক্ষোভে অংশ নিয়েছেন সংগঠন ‘উইমেন্স মার্চ’–এর কর্মীরা। 

সূত্র: দ্য গার্ডিয়ান




Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫