যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হবেন শহিদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুন ২০২০, ২২:৫৩

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত পদে এম শহিদুল ইসলামকে নিয়োগ করা হবে বলে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত এম জিয়াউদ্দীনের স্থলাভিষিক্ত হবেন তিনি।
এক বিশ্বস্ত সূত্র এ খবর গণমাধ্যমকে নিশ্চিত করে।
শহিদুল ইসলাম বর্তমানে ঢাকায় বিমসটেক সদর দফতরে মহাসচিবের দায়িত্ব পালন করছেন। আগামী সেপ্টেম্বরে তার তিন বছর মেয়াদী এ দায়িত্ব শেষ হবে।
বিসিএস ১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র সার্ভিসের কর্মকর্তা হিসেবে কাজে যোগদান করেন শহিদুল ইসলাম। এরপর বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি।
এর আগে শহিদুল ইসলাম দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সে রাষ্ট্রদূত, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে উপ-মিশন প্রধান ও মিনিস্টার, কাউন্সিলর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা উইং এর মহাপরিচালকসহ গুরুত্বপূর্ণ কূটনৈতিকের দায়িত্ব পালন করেন সফলভাবে।