Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ট্রাম্পের বড় ছেলে করোনায় আক্রান্ত

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ নভেম্বর ২০২০, ১০:৪৮

ট্রাম্পের বড় ছেলে করোনায় আক্রান্ত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরইমধ্যে তার করোনার পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তাকে করোনা পজিটিভ বলে ঘোষণা করা হয়েছে।

একজন মুখপাত্র শুক্রবার জানিয়েছেন, করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ আসার পর ৪২ বছর বয়সী ট্রাম্প জুনিয়রকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে তবে তার মধ্যে এখনো বিশেষ কোন লক্ষ্মণ দেখা যাচ্ছে না। তিনি ডাক্তারদের সব ধরনের স্বাস্থ্য নির্দেশনা অনুসরণ করছেন বলে জানান ওই মুখপাত্র।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া এবং তাদের ছোট ছেলে ব্যারন করোনা পজিটিভ হয়েছেন। শুক্রবার দিনের প্রথমভাগে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী অ্যান্ড্রু গুইলিয়ানি এবং তার ছেলে রুডি গুইলিয়ানি করোনা পজিটিভ হয়েছেন। পার্সটুডে


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫