ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ০২:৫৯ পিএম
আপডেট: ২৪ এপ্রিল ২০২২, ০৩:০২ পিএম
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ০২:৫৯ পিএম
ডেস্ক রিপোর্ট
আপডেট: ২৪ এপ্রিল ২০২২, ০৩:০২ পিএম
মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সামনে নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি।
আজ রবিবার (২৪ এপ্রিল) রাজধানী ওয়াশিংটন ডিসির মেট্রোপলিটন পুলিশ বিভাগ এ খবর নিশ্চিত করেছে।
এর আগে গত শুক্রবার (২২ এপ্রিল) রাজধানী ওয়াশিংটন ডিসিতে পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলের কাছে এ ঘটনা ঘটে।
নিহত ওয়েন ব্রুস নামে ওই ব্যক্তি কলোরাডো অঙ্গরাজ্যের বাসিন্দা ছিলেন।
সুপ্রিম কোর্টের মুখপাত্র প্যাট্রিসিয়া ম্যাককেব জানান, স্থানীয় সময় গত শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এক ব্যক্তি সুপ্রিম কোর্ট ভবনের সামনের প্লাজায় গিয়ে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন। তবে এটি কোনো জননিরাপত্তা সংক্রান্ত বিষয় নয়। এতে অন্য কেউ আহতও হননি।
ওই ঘটনার পরপরই ইউএস ক্যাপিটল পুলিশ টুইট করে জানায়, স্বাস্থ্যবিষয়ক জরুরি প্রয়োজনে একটি মেডিকেল হেলিকপ্টার ক্যাপিটলের কাছে অবতরণ করেছে। পরে হেলিকপ্টারটি ক্যাপিটল প্লাজায় অবতরণ করে ওই ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। এরপরে এলাকাটিতে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে সেখানে তদন্ত চালায় পুলিশ। পরে অবশ্য সেখানে চলাচল স্বাভাবিক করা হয়।
স্থানীয় পুলিশ জানায়, গায়ে আগুন ধরিয়ে দেয়ার পর হেলিকপ্টারে করে তাকে ওয়াশিংটনের একটি হাসপাতালে নেয়া হয় পরে সেখানেই তিনি মারা যান। তবে কি কারণে ওই ব্যক্তি গায়ে আগুন দিয়েছেন তা জানা যায়নি।
সূত্র- পার্সটুডে
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh