Logo
×

Follow Us

আন্তর্জাতিক

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত ১০

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ মে ২০২২, ০৮:৩৪

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত ১০

বাফেলোর টপস নামের ওই সুপার মার্কেটে গুলির ঘটনা ঘটে। ছবি : এপি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোতে একটি সুপার মার্কেটে বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছন আরো বেশ কয়েকজন। স্থানীয় সময় গতকাল শনিবার (১৪ মে) বিকেলে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় জড়িত সন্দেহে ১৮ বছর বয়সী একজনকে চিহ্নিত করেছে পুলিশ। তবে তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি।

বাফেলো পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, টপস নামের ওই সুপার মার্কেটটিতে থাকা বেশ কয়েকজনকে গুলি করা হয়েছে। তবে কতজন হতাহত হয়েছেন তার সঠিক হিসাব এখনো জানা যায়নি। 

পুলিশ বলছে, সন্দেহভাজন ওই তরুণ শনিবার বিকালে একটি জনবহুল সুপার মার্কেটে প্রবেশ করেন। এরপর এলোপাতাড়ি গুলি চালান। হামলার ঘটনা অনলাইনে দেখানোর জন্য ক্যামেরাও সেট করেন ওই হামলাকারী।

তবে গুলি চালানোর কারণ সম্পর্কে এখনো স্পষ্ট করে কিছু যানা যায়নি বলেও জানায় পুলিশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫