যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোতে একটি সুপার মার্কেটে বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছন আরো বেশ কয়েকজন। স্থানীয় সময় গতকাল শনিবার (১৪ মে) বিকেলে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় জড়িত সন্দেহে ১৮ বছর বয়সী একজনকে চিহ্নিত করেছে পুলিশ। তবে তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি।
বাফেলো পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, টপস নামের ওই সুপার মার্কেটটিতে থাকা বেশ কয়েকজনকে গুলি করা হয়েছে। তবে কতজন হতাহত হয়েছেন তার সঠিক হিসাব এখনো জানা যায়নি।
পুলিশ বলছে, সন্দেহভাজন ওই তরুণ শনিবার বিকালে একটি জনবহুল সুপার মার্কেটে প্রবেশ করেন। এরপর এলোপাতাড়ি গুলি চালান। হামলার ঘটনা অনলাইনে দেখানোর জন্য ক্যামেরাও সেট করেন ওই হামলাকারী।
তবে গুলি চালানোর কারণ সম্পর্কে এখনো স্পষ্ট করে কিছু যানা যায়নি বলেও জানায় পুলিশ।
বিষয় : যুক্তরাষ্ট্র নিউইয়র্ক বন্দুকধারী গুলি
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh