Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

৫১ বছর পর বই ফেরত দিয়ে বললেন, ‘সামান্য দেরির জন্য দুঃখিত’

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ জুন ২০২২, ২০:১৮

৫১ বছর পর বই ফেরত দিয়ে বললেন, ‘সামান্য দেরির জন্য দুঃখিত’

চিরকুটে লেখা রয়েছে―৫১ বছর। ছবি- সংগৃহীত

গ্রন্থাগার থেকে বই ধার নেওয়ার ৫১ বছর পর সেটি ফেরত দিয়েছেন এক ব্যক্তি। সেই সাথে ছোট্ট একটি চিরকুটও দিয়েছেন তিনি।

এনডিটিভি জানিয়েছে, চিরকুটে লেখা রয়েছে―৫১ বছর। সামান্য দেরির জন্য দুঃখিত।

ঘটনাটি ঘটেছে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের ভ্যানকুভারে। সাউথ হিল পাবলিক লাইব্রেরি থেকে 'দ্য টেলিস্কোপ' নামক বই ধার নিয়েছিলেন এক ব্যক্তি। বইটির লেখক হ্যারি এডওয়ার্ড নেইল। সেই বই ইস্যু করা হয়েছিল ১৯৭১ সালের ২০ এপ্রিল।

৫১ বছর পর ডাকযোগে বইটি সাউথ হিল পাবলিক লাইব্রেরিতে ফেরত পাঠানো হয়েছে। অবশ্য বইটি কে নিয়েছিলেন, এত বছর পর কী মনে করে ফেরত দিলেন, সে ব্যাপারে কিছু জানা যায়নি।

ডাকযোগে বইটি ফেরত আসার পর চিরকুটের ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছে পাঠাগার কর্তৃপক্ষ। এরপর সেই পোস্ট ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সূত্র : এনডিটিভি

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫