Logo
×

Follow Us

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ জুন ২০২২, ১৬:১৯

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬

ছবি: নিউইয়র্ক টাইমস

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বুধবার (২২ জুন) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। 

আজ বৃহস্পতিবার (২৩ জুন) এবিসি নিউজ জানায়, বেল  ইউএইচ-১বি নামের হেলিকপ্টারটি লোগান কাউন্টি বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে থাকা  যাত্রীদের মধ্যে ৬ জন নিহত হয়। তাদের পরিচয় এখনও জানা যায়নি।

লোগান কাউন্টি অফিস অব ইমার্জেন্সি ম্যানেজমেন্টের সহকারী পরিচালক সোনিয়া পোর্টার বলেন, ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের লোগান কাউন্টির বিমানবন্দরভিত্তিক এই হেলিকপ্টারটি স্টেট রুট ১৭ হাইওয়েতে বিধ্বস্ত হয় এবং উদ্ধারকারী কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সেটিতে আগুন ধরে যায়।

সূত্র: এবিসি নিউজ, নিউইয়র্ক টাইমস

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫