প্রশান্ত মহাসাগরে নৌকায় দুই মাস ভেসে থাকার পর চলতি সপ্তাহে এক নিখোঁজ অস্ট্রেলিয়ান নাবিক ও তার পোষা কুকুরকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাগরের মাঝখানে এতদিন কাঁচা মাছ ও বৃষ্টির পানি খেয়ে বেঁচে ছিলেন তিনি।
উদ্ধারকৃত নাবিকের নাম টিম শ্যাডক (৫১) এবং তিনি অস্ট্রেলিয়ার রাজধানী সিডনির একজন বাসিন্দা। গত এপ্রিলে তিনি মেক্সিকোর লা পাজ শহর থেকে যন্ত্রচালিত নৌকায় করে প্রশান্ত মহাসাগরে ফ্রেঞ্চ পলিনেশিয়া দ্বীপপুঞ্জের দিকে যাত্রা শুরু করেন।
প্রতিবেদনে বলা হয়, ছয় হাজার কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দেওয়ার এই যাত্রায় তার পোষা কুকুর 'বেল্লা' ছিল একমাত্র সঙ্গী। যাত্রা শুরুর কয়েক সপ্তাহ পর তাঁরা মাঝ সমুদ্রে প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়েন। এতে তাদের নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায় এবং উত্তর প্রশান্ত মহাসাগরে আটকা পড়ে।
সম্প্রতি একটি হেলিকপ্টার নৌকাটিকে শনাক্ত করে এবং পরে একটি ট্রলার যেয়ে শ্যাডক ও বেল্লাকে উদ্ধার করে। ট্রলারে থাকা চিকিৎসকেরা অস্ট্রেলিয়ার টেলিভিশন চ্যানেল নাইন নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'নাবিক ও তার কুকুরের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।'
প্রতিবেদনে আরও বলা হয়, এই দুই মাসে শ্যাডক অনেকখানি শুকিয়ে গেছেন এবং তাঁর মুখের দাঁড়ি গোঁফ অনেক লম্বা হয়ে গেছে। নাইন নিউজকে শ্যাডক বলেন, ‘আমরা সমুদ্রে অত্যন্ত কঠিন সময় পার করেছি। দীর্ঘ সময় ধরে সাগরে আমি একা ছিলাম, সাথে ছিল শুধু আমার কুকুর। সে কারণে এখন আমাদের শুধু বিশ্রাম আর ভালো খাবারদাবারের প্রয়োজন। তা ছাড়া আমরা শারীরিকভাবে সুস্থ আছি।’
তিনি আরও বলেন, 'সঙ্গে মাছ ধরার ছিপ থাকায় আমি মাছ ধরে ওই প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে পেরেছিলাম। তৃষ্ণা মিটিয়েছি বৃষ্টির পানি দিয়ে'।_ বিবিসি
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh